• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

পতেঙ্গা সৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবরকে দুর্বৃত্তের গুলি

প্রকাশিত: ১১:৫৯, ২৪ মে ২০২৫

ফন্ট সাইজ
পতেঙ্গা সৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবরকে দুর্বৃত্তের গুলি

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা সৈকতে গোলাগুলির ঘটনা ঘটছে। এসময় চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরকে গুলি করে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ মে) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

সন্ত্রাসী আলী আকবরের স্বজনদের দাবি, এই ঘটনায় কারাগারে বন্দী চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের অনুসারীরা জড়িত। সাজ্জাদকে আকবরের প্রতিপক্ষ হিসেবেও দাবি করেন তারা। 

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, পতেঙ্গা সমুদ্র-সৈকত এলাকায় রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সন্ত্রাসী আকবর। ওই সময় হঠাৎ ১০ থেকে ১২ জনের একটি দল এসে আকবরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। গুলি লেগে আকবর মাটিতে লুটিয়ে পড়লে অস্ত্রধারীরা চলে যায়। পরে গুলিবিদ্ধ আকবরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় জড়িতদের খুঁজতে পুলিশ তদন্ত করছে। সন্ত্রাসী ঢাকাইয়া আকবরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2