• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

হাদির ওপর হামলায় সন্দেহভাজনের ট্রাভেল হিস্ট্রি পুলিশের হাতে

প্রকাশিত: ১৭:৩৩, ১৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হাদির ওপর হামলায় সন্দেহভাজনের ট্রাভেল হিস্ট্রি পুলিশের হাতে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগীদের শনাক্ত করেছে পুলিশ। এরইমধ্যে প্রধান সন্দেহভাজন ব্যক্তির ট্রাভেল হিস্ট্রি আইন-শঙ্খলা রক্ষা বাহিনীর হাতে এসেছে। এ ছাড়া হামলাকারীর সহযোগীদের অবস্থান শনাক্তে পুলিশ অনেক দূর এগিয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

রবিবার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী ও তার সহযোগীদের পুলিশ এরইমধ্যে শনাক্ত করেছে। দেশের অভ্যন্তরে একাধিকবার সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা হলেও বারবার স্থান পরিবর্তনের কারণে এখনও তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

এদিকে পুলিশ এরইমধ্যে প্রধান সন্দেহভাজনের চলাচলের খতিয়ান বা ট্রাভেল হিস্ট্রি সংগ্রহ করেছে। এতে দেখা যায়, আইটি ব্যবসায়ী পরিচয়ে তিনি গত কয়েক বছরে একাধিক দেশ ভ্রমণ করেছেন।

সর্বশেষ গত ২১ জুলাই সিঙ্গাপুর ভ্রমণের তথ্য পাওয়া গেছে। হামলার সঙ্গে জড়িত থাকতে পারে—এমন আরো কয়েকজনকে নজরদারির আওতায় আনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি এরইমধ্যে জব্দ করা হয়েছে এবং সন্দেহভাজনদের হাতের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) পরীক্ষা করা হচ্ছে। প্রধান সন্দেহভাজন ব্যক্তি যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সে জন্য শুক্রবার রাতেই সবগুলো ইমিগ্রেশন চেকপোস্টে সন্দেহভাজনদের ছবি ও অন্যান্য তথ্য সরবরাহ করা হয়েছে।

সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র‍্যাবের টহল জোরদার করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2