অষ্টম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

অপহৃত প্রীতি ভৌমিক
মানিকগঞ্জ সদর উপজেলা মিতরা গ্রামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে অপহরণ করার অভিযোগ ওঠেছে।
বৃহস্পতিবার (৪ জু্লাই) দুপুরে প্রাইভেট পড়তে যাওয়ার সময় প্রীতি ভৌমিক নামে ১৪ বছরের ওই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায় সুমন মিয়া (১৯) নামে এক বখাটে যুবক। এই ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে তার মেয়েকে উদ্ধারের জন্য মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
প্রীতি ভৌমিকের বাবা মনোরঞ্জন ভৌমিক জানান, তার মেয়ে স্থানীয় মিতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশুনা করে। ওই বিদ্যালয়ের শিক্ষক বিধান চন্দ্র সরকারের কাছে অন্যান্য শিক্ষার্থীর সাথে তার মেয়ে প্রাইভেট পড়তো। বিদ্যালয়ে যাওয়া আসার পথে মাঝে মধ্যে তার মেয়েকে উত্যক্ত করতো মিতরা গ্রামে শাহীন মিয়ার বখাটে ছেলে সুমন মিয়া।
এ নিয়ে স্থানীয়দের মাধ্যমে সুমনকে উত্যক্ত না করতে বলা হয়েছিলো। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে প্রাইভেট পড়ার জন্য তার মেয়ে বাড়ি থেকে বের হয়। বিদ্যালয়ে যাওয়ার আগেই মিতরা ব্রিজের উপর তার মেয়েকে একা পেয়ে সুমন মিয়া তার সহযোগীদের নিয়ে জোর করে একটি সিএনজি চালিত অটোরিক্সায় অপহরণ করে নিয়ে যায়।
ঘটনা জানার পর পরই সুমন মিয়ার বাড়িতে গিয়ে তার মা জোহুরা বেগম ও দাদা চান মিয়াকে জানানো হয়। কিন্তু এরা অপহৃত মেয়েকে উদ্ধারের কোনো সহযোগিতা করেনি। বৃহস্পতিবার রাতেই এব্যাপারে তার স্ত্রী দিপালী রানি ভৌমিক মেয়েকে উদ্ধারের জন্য মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। অপহরণের ২৪ ঘন্টা পার হলো মেয়েকে পুলিশ উদ্ধার করতে পারেনি।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানউল্লাহ জানান, মিতরা গ্রামে অষ্টম শ্রেণিতে পড়য়া এক শিক্ষার্থী অপহরণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ওই শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা করছেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: