• NEWS PORTAL

  • শনিবার, ১২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সাতক্ষীরায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ৩

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৫৭, ১০ জুলাই ২০২৫

আপডেট: ১৯:৫৮, ১০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ৩

সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পৃথক পৃথক অভিযানে একটি ট্রাকসহ প্রায় এক কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। এসময় গ্রেফতার করা হয়েছে তিন জনকে। বুধবার ও বৃহস্পতিবার রাতে এসব মালামাল জব্দ ও তাদের গ্রেফতার করা হয়।

বিজিবি জানায়, বুধবার (৯ জুলাই) ভোমরা স্থলবন্দরের ফলমোড় এলাকায় একটি ট্রাক তল্লাশি করে ৭ বোতল ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনাসহ দুই জনকে আটক করা হয়। জব্দকৃত ট্রাকটি (ঢাকা মেট্রো-উ-১১-৭৭৭৭) ভোমরা আইসিপি দিয়ে বাংলাদেশি রফতানিকৃত পণ্য ভারতে পৌঁছে দিয়ে ফেরত আসার সময় তারা অবৈধভাবে চিংড়ি মাছের রেনুপোনা নিয়ে আসে। ট্রাকসহ আটককৃত রেনুপোনার মূল্য ৮৪ লাখ ২০ হাজার টাকা।

আটককৃতরা হলেন, পটুয়াখালী জেলার বাউফল থানার কালাইয়া গ্রামের মো. মঈন উদ্দিনের ছেলে মো. মেহেদী হাসান (২৭) এবং সাতক্ষীরার ভোমরা গ্রামের জিয়াদ আলীর ছেলে মো. তরিকুল ইসলাম (২০)। আটককৃত আসামিসহ জব্দকৃত ট্রাক ও চিংড়ি মাছের রেনুপোনা সাতক্ষীরা সদর থানায় জমা দেওয়া হয়েছে।

অপরদিকে, বৃহস্পতিবার (১০ জুলাই) দিনভর সাতক্ষীরাস্থ ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন এর অধীনস্থ গাজীপুর, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, ঘোনা, চান্দুড়িয়া, মাদরা, পদ্মশাখরা, ভোমরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ প্রায় সাড়ে নয় লক্ষ টাকার ভারতীয় শাড়ি, ওষুধ ও বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এসময় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। তিনি আরো জানান, বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও, মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে সাধারণ ডায়েরি করার পাশাপাশি পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: