• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিমানবন্দরে ১০ লাখ টাকার সিগারেট ও আমদানিনিষিদ্ধ পাকিস্তানি ক্রিম জব্দ

প্রকাশিত: ১২:৪৬, ২৯ জুলাই ২০২৫

আপডেট: ১২:৪৬, ২৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বিমানবন্দরে ১০ লাখ টাকার সিগারেট ও আমদানিনিষিদ্ধ পাকিস্তানি ক্রিম জব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে ১০ লাখ টাকার সিগারেট ও আমদানি নিষিদ্ধ পাকিস্তানি ক্রিমসহ ২ যাত্রীকে আটকের পর মুচলেকায় ছাড়া হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবি ফেরত দুই যাত্রীর কাছ থেকে এসব সামগ্রী জব্ধ করা হয়। 

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, সকাল সাড়ে ছয়টায় ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবি ফেরত ২ যাত্রী নূর নবী ও মো: মিজানুর রহমানকে সন্দেহজনক প্রতীয়মান হয়। পরে, তাদের ব্যাগেজ স্ক্যানিং এ দিলে সিগারেট ও আমদানি নিষিদ্ধ পাকিস্তানি ক্রিমের অস্তিত্ব মেলে। ওই দুই যাত্রীর ব্যাগেজে প্লাটিনাম সিগারেট ১৯০ কার্টুন এবং আমদানি নিষিদ্ধ ৯২০ পিছ পাকিস্তানি ডিউ ক্রিম পাওয়া যায় যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

নুর নবীর বাড়ি ফেনীর ছাগল নাইয়া ও মিজানুর রহমানের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী। তাদের পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয় এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনায় আইনানুগ ফৌজদারী ব্যবস্থা নেওয়া হবে মর্মে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: