• NEWS PORTAL

  • শনিবার, ২৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মেধাভিত্তিক জনবল মূল‍্যায়ন এআইবিএলে: অকৃতকার্য ৫৫০ ব্যাংকারকে অব্যাহতি

প্রকাশিত: ০০:৪১, ২৩ জুলাই ২০২৫

আপডেট: ০০:৪২, ২৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
মেধাভিত্তিক জনবল মূল‍্যায়ন এআইবিএলে: অকৃতকার্য ৫৫০ ব্যাংকারকে অব্যাহতি

ব্যাংকিং কার্যক্রমের স্বচ্ছতা, ঝুঁকি ব্যবস্থাপনা, দক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনা এবং আর্থিক প্রতিবেদনের গুণগতমান বিষয়ে একাধিক অভ্যন্তরীণ ও বহিঃস্থ নিরীক্ষা মূল্যায়ন করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। মেধাভিত্তিক জনবল মূল‍্যায়ন পরীক্ষায় অকৃতকার্য ৫৫০ জন ব‍্যাংকারকে অব‍্যাহতি দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে উত্তীর্ণ হয়েছে ৮৬৪ জন। 

এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

উল্লেখ করা হয়েছে, 'বিভিন্ন নিরীক্ষক ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ব্যাংকের ২০২১ ইং সাল হতে এন্ট্রি লেভেলে নিয়োগের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি মর্মে পর্যবেক্ষণ এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এ প্রেক্ষিতে, ২০২১ সালের পর থেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এন্ট্রি লেভেলে নিয়োগপ্রাপ্ত জনবলকে মূল্যায়নের আওতায় আনা হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর মাধ্যমে একটি নিরপেক্ষ ও মানসম্পন্ন মূল্যায়ন পরীক্ষা আয়োজন করা হয়। সর্বমোট ১ হাজার ৪১৪ জন কর্মকর্তা পরীক্ষায় অংশগ্রহণ করেন। এতে ৮৬৪ জন উত্তীর্ণ ও ৫৫০ জন অকৃতকার্য হন। ব্যাংকের প্রশাসনিক ও সুশাসনের ধারাবাহিকতা রক্ষায় জনবল মূল্যায়ন কার্যক্রমের আওতায় ব্যাংকের নীতিমালা এবং দেশের প্রচলিত আইনের যথাযথ পরিপালন সাপেক্ষে অকৃতকার্য কর্মকর্তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।'

আরও বলা হয়, 'আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ভবিষ্যতেও দক্ষ, যোগ্য ও স্বচ্ছভাবে নির্বাচিত জনবল নিয়ে একটি আধুনিক, টেকসই এবং গ্রাহককেন্দ্রিক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।'

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2