• NEWS PORTAL

  • শনিবার, ১৬ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঘাসের বস্তায় লুকিয়ে ভারতে পাচার হচ্ছিলো মার্কিন ডলার!

প্রকাশিত: ২১:৩৩, ১৫ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ঘাসের বস্তায় লুকিয়ে ভারতে পাচার হচ্ছিলো মার্কিন ডলার!

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৫১ হাজার ইউএস ডলারসহ একজনকে আটক করেছে বিজিবি। ঘাসের বস্তায় কৌশলে লুকিয়ে নেয়া হচ্ছিলো ওই ডলারগুলো।

শুক্রবার (১৫ আগস্ট) তারিখে বিজিবি'র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এক অভিযান চালিয়ে মার্কিন ডলারসহ একজনকে আটক করে।

ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ হায়দার আলীর নেতৃত্বে বিজিবির আভিযানিকদল সীমান্ত মেইন পিলার ৯৯ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফাশিতলা নামক স্থানে এ্যাম্বুশ করে। আনুমানিক দুপুর ১২০০ ঘটিকায় বিজিবির আভিযানিকদল ০১ জন সন্দেহভাজন ব্যক্তিকে ঘাসের বস্তা নিয়ে শূন্য লাইন এলাকা হতে বাইসাইকেলযোগে ফাশিতলা এলাকা দিয়ে আনন্দবাস গ্রামের দিকে যেতে দেখে। 

ওই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টহলদল তাকে ধাওয়া করে আটক করে। টহলদল আটককৃত ব্যক্তিকে তল্লাশীকালে তার স্বীকারোক্তি অনুযায়ী তার সাথে থাকা ঘাসের বস্তাটি খুলে তার ভেতর অভিনব কায়দায় লুকানো কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ০৫টি প্যাকেট জব্দ করে। জব্দকৃত প্যাকেট হতে ৫১ হাজার ইউএস ডলার উদ্ধার করতে সক্ষম হয়। 

এ সময় উক্ত ব্যক্তির নিকট হতে ০১টি বাইসাইকেল ও ০১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয় । উদ্ধারকৃত ইউএস ডলারসহ অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৬২,০১,৫৪০/-(বাষট্টি লক্ষ এক হাজার পাঁচশত চল্লিশ) টাকা। 

এ  ব্যাপারে নায়েব সুবেদার মোঃ হারুন অর রশিদ বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করতঃ আটককৃত আসামীকে মুজিবনগর থানায় হস্তান্তর এবং জব্দকৃত ইউএস ডলার আদালতের আদেশমূলে মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: