• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আলোচিত রায়হান হত্যা মামলার এসআই আকবর জামিনে মুক্ত

সিলেট ব্যুরো

প্রকাশিত: ২২:২৭, ১১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
আলোচিত রায়হান হত্যা মামলার এসআই আকবর জামিনে মুক্ত

সিলেটে পুলিশ ফাঁড়িতে আলোচিত রায়হান আহমদ (৩৪) হত্যা মামলার কারাবন্দি প্রধান আসামি বরখাস্তকৃত এসআই আকবর উচ্চ আদালতের জামিন নিয়ে জেল থেকে বের হয়েছেন। হাইকোর্ট থেকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে সিলেট মেট্রোপলিটন কারাগার থেকে বের হয়ে যান বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক।

২০২০ সালের ১০ অক্টোবর মধ্যরাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হানকে নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর গুরুতর অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছিল।

এ ঘটনায় মামলা হলে ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে ১২ অক্টোবর সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার এবং পরে গ্রেফতার করা হয়।

২০২১ সালের ৫ মে আলোচিত এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পিবিআই। অভিযোগপত্রে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে প্রধান অভিযুক্ত করা হয়। অন্যরা হলেন সহকারী উপ-পরিদর্শক আশেক এলাহী, কনস্টেবল মো. হারুন অর রশিদ, টিটু চন্দ্র দাস, এসআই মো. হাসান উদ্দিন ও সংবাদকর্মী আবদুল্লাহ আল নোমান।

এদিকে আলোচিত মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। যে কোন দিন রায় ঘোষণা হতে পারে বলে আদালত সূত্র জানিয়েছে। রোববার সন্ধ্যায় এসআই আকবর হোসেন ভূঁইয়া কারাগার থেকে ছাড়া পান। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2