• NEWS PORTAL

  • বুধবার, ২০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

১৫ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শিশু তামিমকে হত্যা

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০১, ১৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
১৫ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে শিশু তামিমকে হত্যা

ফরিদপুরের মধুখালীতে তামিম তালুকদার নামে ১১ বছর বয়সী এক শিশুকে অপহরণের চারদিন পরে অপহরণকারীকে আটক করেছে পুলিশ। তবে জীবিত উদ্ধার করা যায়নি শিশু তামিমকে। হাত বাঁধা অবস্থায় একটি ডোবায় পাওয়া যায় শিশুটির অর্ধগলিত নিথর দেহ। 

পুলিশ বলছে, মুক্তিপণের ১৫ লাখ টাকা না পেয়ে তামিমকে হত্যা করে অপহরণকারী চক্র।
নিহত তামিম মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গোপালদী মধ্যপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী মো. শামীম তালুকদারের ছেলে।  

সোমবার (১৮ আগস্ট) রাত ১০ টার দিকে পাশ্ববর্তী কোড়কদী ইউনিয়নের বাঁশপুর এলাকায় বিলের পানিতে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, মাগুরার মোহাম্মাদপুর উপজেলার চুরারগাতি এলাকার খাদেম শেখের ছেলে তুহিন শেখকে (৩০) ও মাগুরা জেলা সদরের আমিরুল (২৫)।

জানা যায়, গত ১৫ আগস্ট বিকালে নিখোঁজ হয় শিশু তামিম তালুকদার।  ওইদিন রাতেই ১৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয় তাঁর মা রিমা আক্তারের (২৮) নিকট।

এ ঘটনায় অজ্ঞাতনামা ওই অপহরণকারীদের বিরুদ্ধে মধুখালী থানায় লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে সোমবার রাতে ওই বাড়ির দিনমজুর তুহিন শেখকে আটক করে। এরপর জিজ্ঞাসাবাদে তাঁর দেয়া তথ্যমতে শিশু তামিমের মরদেহ উদ্ধার করা হয়। 

এলাকাবাসী জানায়, ঘাতক তুহিন প্রায় এক বছর আগে দিনমজুর হিসেবে নিহত তামিমদের বাড়িতে কাজ করতে এসেছিল। এ সূত্র ধরে এলাকায় পরিচিতি গড়ে তোলে। প্রায় ১৫ দিন আগে আবারও এ গ্রামে এসে ঘনিষ্ঠতা বাড়িয়ে তোলে এবং ঘটনার দিন তামিমকে নিয়ে বের হয়।

স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিত এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সমাজে অপরাধ আরও বাড়বে। শোকাহত পরিবারও কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুরুজ্জামান বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার পর তাঁর মা অপহরণের মামলা করেন। ওই মামলায় আসামীকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর দেয়া তথ্যমতে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 
তিনি আরও বলেন, শিশুটিকে অপহরণের পর পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। সেই টাকা দিতে দেরি হওয়ায় শ্বাসরোধ করে হত্যা করে বিলের পানিতে ফেলে দেয়া হয়। ধারণা করা হয়, দুদিন আগেই হত্যা করা হয়। বিষয়টি নিয়ে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2