তেলবাহী লরিতে অভিনব কায়দায় পাচার, সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

অভিনব পদ্ধতিতে তেলবাহী লরিতে করে ভারতীয় চোরাইপণ্য পাচারকালে হবিগঞ্জে বিজিবির অভিযানে প্রায় সোয়া এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা, ফেসওয়াস, ত্বক ফর্সাকারী ক্রিম, ক্লোপ-জি ক্রিম জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়ন-৫৫ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সুনামগঞ্জ থেকে একটি তেলবাহী লরিতে করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এ প্রেক্ষিতে হবিগঞ্জ ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিকদল ঢাকা-সিলেট মহাসড়কে কৌশলে অবস্থান গ্রহণ করে। দুপুরের দিকে বিজিবি সদস্যরা একটি সন্দেহজনক তেলের লরিকে থামার সংকেত দিলে বিজিবির উপস্থিতি টের পেয়ে লরিটির চালক লরি থামিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা লরিটি জব্দ করে লরিটির ট্যাংকির ঢাকনা খুলে ভেতরে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস এবং ভারতীয় জিরাসহ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করে। জব্দকৃত মালামালের সিজারমূল্য সোয়া এক কোটি টাকারও বেশি।
এ ব্যাপারে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, চোরাকারবারিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে এই নতুন কৌশল অবলম্বন করে তেলের ট্যাংকারের ভেতরে অভিনব কায়দায় মালামাল ভরে সেগুলো দেশের বিভিন্ন স্থানে পাচারের চেষ্টা করছিল।
তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচাররোধে সবসময়ই 'জিরো টলারেন্স নীতি' অবলম্বন করে আসছে। চোরাচালানকারীরা যত অভিনব কৌশলই অবলম্বন করুক না কেন, বিজিবি তাদের বিরুদ্ধে সবসময়ই কঠোর অবস্থানে থেকে চোরচালান প্রতিরোধ করবে। চোরাচালান প্রতিরোধে এই ধরনের অভিযান বিজিবি নিয়মিত পরিচালনা করছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জব্দকৃত মালামালসমূহ যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বিভি/টিটি
মন্তব্য করুন: