সখিপুরে ব্যবসায়ীর ওপর হামলা, গ্রেফতার ২

শরীয়তপুরের সখিপুরে সফিক মাদবর নামে এক ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ডি এম খালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডি এম খালী ইউনিয়নের মাঝিকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ডি এম খালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সরাফউদ্দিন ঢালী, তিনি এ ইউনিয়নের মাঝি কান্দি এলাকার মৃত আমিন ঢালীর ছেলে এবং দেওয়ানকান্দি গ্রামের মৃত মজিবল দেওয়ানের ছেলে দুলাল দেওয়ান।
মামলার এজাহারসূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ডি এম খালী বাজার এলাকায় ব্যবসায়িক বিরোধের জেরে সফিক মাদবর ও সরাফউদ্দিন ঢালীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরেই রাতে বাজার থেকে বাসায় ফেরার পথে সফিক মাদবর ও তার ড্রাইভার মামুনের উপর অতর্কিত হামলা চালানো হয়।
অভিযোগে বলা হয়, সরাফউদ্দিন ঢালী ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে সফিক মাদবর ও মামুনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলার সময় সফিক মাদবরের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ছয় লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।
এ বিষয়ে সরাফউদ্দিন ঢালীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, সফিক মাদবরের সঙ্গে তাদের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। তাদের একটি ভবনে সফিক মাদবরের ডিস্ট্রিবিউটরের এক সেলসম্যান ভাড়াটিয়া হিসেবে থাকতেন। ওই সেলসম্যান অন্য একটি কোম্পানির পণ্য বিক্রি করায় সফিক মাদবর তার কাছ থেকে একটি ব্ল্যাংক স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে এলাকা ছাড়ার নির্দেশ দেন।
পরবর্তীতে, চুক্তি অনুযায়ী সেলসম্যান তার মালামাল নিয়ে চলে যাওয়ার সময় সরাফ উদ্দিনের মাধ্যমে সেই স্ট্যাম্পটি ফেরত চাইলে, সফিক মাদবর ও তার সহযোগীরা তাকে মারধর করেন। যা থেকেই মূল সংঘর্ষের সূত্রপাত বলে তারা দাবি করেন।
এবিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, ব্যবসায়িক বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে। সফিক মাদবর এ ঘটনায় বাদী হয়ে আটজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিভি/এসজি
মন্তব্য করুন: