এস আলম গ্রুপের বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে মামলা
বাংলাদেশের বেরসকারি ব্যবসায়িক গ্রুপ এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী এবং পাঁচ ভাইসহ প্রতিষ্ঠানটির ৬৭ জনের বিরুদ্ধে ১০ হাজার ৪৭৯ কোটি টাকা আত্মসাৎ ও সিঙ্গাপুরে পাচারের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।
দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিষ্ঠানটির ইতিহাসে এটাই সবচেয়ে বড় মামলা।
রবিবার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগ অনুযায়ী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) এবং বাংলাদেশ ব্যাংকের বিধি-বিধান উপেক্ষা করে এস আলম গ্রুপের তিনটি প্রতিষ্ঠান যেমন: এস আলম রিফাইন্ড সুগার, এস আলম স্টিলস লিমিটেড ও এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেডের নামে অনিয়মিতভাবে ঋণ অনুমোদন করা হয়।
মূল ঋণের পরিমাণ ছিল নয় হাজার ২৮৩ কোটি ৯৩ লাখ টাকা। যেটি বর্তমানে লভ্যাংশ ও সুদসহ ১০ হাজার ৪৭৯ কোটি ৬২ লাখ টাকায় দাঁড়িয়েছে।
বিভি/এজেড




মন্তব্য করুন: