• NEWS PORTAL

  • সোমবার, ১০ নভেম্বর ২০২৫

২৭ ভরি স্বর্ণ চুরির পর নিজেই এসে মালিকের কাছে ধরা দিলেন চোর!

প্রকাশিত: ২১:২৮, ৯ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
২৭ ভরি স্বর্ণ চুরির পর নিজেই এসে মালিকের কাছে ধরা দিলেন চোর!

বান্দরবানের বালাঘাটায় প্রবাসীর বাড়ি থেকে ২৭ ভরি স্বর্ণ চুরির পর পুলিশের তৎপরতায় নিজ থেকে এসে ধরা দিয়েছেন চোর।

রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বালাঘাটার ওই বাড়িতে এসে মালিকের কাছে স্বীকারোক্তি দেন চোর। পরে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে স্বর্ণ উদ্ধারে বের হন। আটক ওই চোরের নাম মোহাম্মদ ইদ্রিস সে প্রবাসীর বাড়ির পাশের বাসিন্দা।

পুলিশ জানায়, স্বর্ণ চুরির অভিযোগ পাওয়ার পর থেকে বিষয়টি নিয়ে তৎপর হয় পুলিশের একটি টিম। গত কয়েক দিন ধরে চুরির বিষয়ে আশপাশের সব বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের কড়াকড়ির কারণে চোর ভীত হয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে রবিবার দুপুরে ৪ ভরি স্বর্ণসহ একটি চিরকুট লিখে রেখে যায় চোর। পরে পুলিশ আরও তৎপর হলে এবং আশপাশে খোঁজাখুঁজি শুরু করলে সন্ধ্যায় ভয় পেয়ে চোর নিজেই এসে ধরা দেন। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চুরির কথা স্বীকার করেন। পরে পুলিশ চোরকে নিয়ে স্বর্ণ উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, ‘চোরকে আটক করেছি। জিজ্ঞাসাবাদ চলছে। স্বর্ণগুলো কোথায় কোথায় রেখেছে, তাকে নিয়ে অভিযান চলছে। পরে বিস্তারিত জানা যাবে।’

গত ৪ নভেম্বর প্রবাসীর বাসার মানুষ তালাবদ্ধ করে বাইরে গেলে ৩ দিন পর বাসায় এসে দেখে ঘর থেকে ২৭ ভরি স্বর্ণ চুরি হয়ে গেছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: