• NEWS PORTAL

  • সোমবার, ১০ নভেম্বর ২০২৫

স্বামী-স্ত্রী সেজে পলাতক মাদক কারবারিকে ধরলো পুলিশ

প্রকাশিত: ২২:০৫, ৯ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
স্বামী-স্ত্রী সেজে পলাতক মাদক কারবারিকে ধরলো পুলিশ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পরোয়ানাভুক্ত পলাতক মাদক কারবারি স্বপন মিয়া অবশেষে পুলিশের অভিনব কৌশলের কাছে ধরা পড়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যার দিকে সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, স্বপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ও সীমান্ত ঘেঁষা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। পুলিশের উপস্থিতি টের পেলেই দ্রুত গা-ঢাকা দেওয়ার কারণে তাকে ধরতে বারবার ব্যর্থ হচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী। তার একাধিক সোর্স থাকায় পুলিশের উপস্থিতির আগাম তথ্য পেয়ে পালিয়ে যেতে সক্ষম হন অনেক বার।
 
এ অবস্থায় তাকে আটক করতে এএসআই শরাফত আলী বোরকা পরে নারীর বশে ধরেন এবং অপর পুলিশ সদস্য মো. রোকন উদ্দিন পাঞ্জাবি-টুপি পরে তার স্বামী সেজে মোটরসাইকেল নিয়ে স্বপন মিয়ার বাড়িতে যান। ছদ্মবেশে পুলিশ স্বপন মিয়াকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় দেখতে পান। এতে সাথে সাথে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। তিনি অত্যন্ত চতুর থাকায় পুলিশের উপস্থিতি টের পেলেই পালিয়ে যেতেন। অবশেষে ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে ধরা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: