সিলেটে নাশকতার চেষ্টা, ছাত্রলীগের আরও ৫ নেতা-কর্মী গ্রেফতার
সিলেটে গুরুত্বপূর্ণ স্থাপনা ও রেললাইনে নাশকতার পরিকল্পনার সন্দেহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার রাতে ফেঞ্চুগঞ্জ থানার কচুয়াবহর এলাকায় সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কে চেকপোস্ট পরিচালনা করে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাবিলুর রহমান সোহেলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা মাইজগাঁও রেলওয়ে স্টেশন ও উপজেলা পরিষদ, শাহজালাল সার কারখানাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং রেললাইন খুলে নাশকতার পরিকল্পনা নিয়েছিল।
পুলিশ জানায়, আটকদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও চেষ্টার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের কাছ থেকে ককটেল তৈরির সরঞ্জাম স্কচটেপ, টোপকাটা, মারবেল, বালতিসহ বিভিন্ন ধরনের সামগ্রী জব্দ করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিভি/টিটি




মন্তব্য করুন: