পুরান ঢাকায় প্রকাশ্যে মামুন হত্যা, আটক ২
সিসি ফুটেজ থেকে নেওয়া
রাজধানীর সূত্রাপুরে প্রকাশ্যে গুলি করে ‘সন্ত্রাসী’ তারিক সাইফ মামুনকে হত্যায় জড়িত ২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তবে, আটককৃতদের পরিচয় জানা যায়নি।
গোয়েন্দা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, হত্যাকাণ্ডের পর তারা সীমান্ত পথে দেশত্যাগের চেষ্টা করছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলি করে হত্যা করা হয় তারিক সাইফ মামুনকে। গুলির ঘটনা সিসিটিভির ভিডিও ফুটেজে পাওয়া গেছে।
সেখানে দেখা যায়, ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে ফাঁকা এলাকা থেকে দুর্বৃত্তরা গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তাকে তাকা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ঢামেক সূত্র জানায়, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে একজনকে আনা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশসূত্রে জানা যায়, তারিক সাইফ মামুন রাজধানীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের একজন। তিনি ‘ইমন-মামুন’ গ্রুপের অন্যতম নেতা ছিলেন এবং একসময় কুখ্যাত সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের সহযোগী হিসেবে কাজ করতেন। অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: