ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে দুর্বৃত্তদের আগুন
ছবি: সংগৃহীত
ময়মনসিংহ রেলস্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
বুধবার (১৯ নভেম্বর) ভোর চারটার দিকে এ ঘটনা হয়। এতে বগিতে থাকা সিটের বেশকিছু অংশ পুড়ে যায়। কয়েকটি সিটে পাওয়া যায় গান পাউডার জাতীয় মিশ্রণ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা বগিটিতে আগুন দিলে উপস্থিত জনতা তাদেরকে ধাওয়া দেয়। চারপাশ অন্ধকারাচ্ছন্ন থাকায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে নিরাপত্তা কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন জানান, এ ঘটনায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা।
বিভি/এসজি




মন্তব্য করুন: