• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

সংসদ এলাকা থেকে জজের মোবাইল ছিনতাই, নিয়ে যায় চশমাও

প্রকাশিত: ০১:১২, ২০ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সংসদ এলাকা থেকে জজের মোবাইল ছিনতাই, নিয়ে যায় চশমাও

রাজধানীর শেরেবাংলা নগর থানার সংসদ ভবন এলাকায় এক সিনিয়র জেলা ও দায়রা জজের মোবাইল ছিনতাই হয়েছে। 

বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে তিন ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। রাত ১০টার দিকে ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি বলেন, সংসদ ভবন এলাকা থেকে রিয়েলমি ব্র্যান্ডের একটি মোবাইল ও তার চশমা ছিনিয়ে নিয়ে যায়। তিনি থানায় একটি অভিযোগ দিয়েছেন। এই ঘটনায় আমরা মোবাইল উদ্ধারে কাজ করছি।

জানা গেছে, পায়ে হেঁটে সংসদ ভবন এলাকা দিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় তিন ব্যক্তি তার পথরোধ করে। এরপর হুমকি-ধমকি দিয়ে মোবাইল নিয়ে যায়। এমনকি চোখের চশমাটিও ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2