• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

মুন্সীগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৩২, ১৯ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মুন্সীগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ৩

মুন্সীগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানার বিপরীত পাশে লৌহজং উপজেলার খানবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।  

গ্রেফতারকৃতরা হলেন, শমসের আলী (৩২), মো. রানা (৩৮), ও অছির উদ্দিন (৪০)।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, এসআই পলাশ কান্তি রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় সিএনজি স্ট্যান্ড এলাকায় সন্দেহজনক অবস্থায় থাকা তিনজনকে আটক করে তল্লাশি করলে তাদের কাছে থাকা ৪০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। জব্দকৃত মাদকদ্রব্যের মোট ওজন প্রায় ৪০ হাজার মিলিলিটার এবং বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে জানিয়েছে ডিবি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ প্রেস বিজ্ঞপ্তিতে জানন, পদ্মা সেতু (উত্তর) থানায় এ ঘটনায় একটি এজাহার দাখিল করা হয়েছে। নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2