• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

পূর্ব বিরোধের জেরে চুয়াডাঙ্গায় যুবককে হত্যা 

প্রকাশিত: ১৪:২৩, ২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পূর্ব বিরোধের জেরে চুয়াডাঙ্গায় যুবককে হত্যা 

ছবি: সংগৃহীত

পূর্ব বিরোধের জেরে চুয়াডাঙ্গায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) পৌর এলাকার বেলগাছি গ্রামের খরার মাঠে সকালে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, নিহত সোহেল রানা বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। তিনি খেজুরগাছি হিসেবে কাজ করতেন। সকালে বেলগাছি গ্রামের খরার মাঠে সোহেলের গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে তারা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। 

নিহতের বাবা আসাবুল হক জানান, গতকাল বিকাল থেকে সোহেল নিঁখোজ ছিলো। অভিযোগ করেন, একই গ্রামের ফারুক ও হারুনের সাথে বিরোধ ছিল সোহেলের। এরই জেরে তাদের মধ্যে মারামারিও হয়েছিলো। সে সময় সোহেলকে হত্যার হুমকি দিয়েছিলো ফারুক। তার ধারণা ফারুকই সোহেলকে হত্যা করেছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন: