• NEWS PORTAL

  • রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে পৃথক অভিযানে ১ জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৮, ৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২০:০৯, ৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে পৃথক অভিযানে ১ জেলে আটক

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গহীন অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে পৃথক দুইটি অভিযানে তিনটি নৌকা ও মাছ শিকারের অসংখ্য আটনসহ এক জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে সুন্দরবনের নোটাবেকী অভয়ারণ্য এলাকার আগুন জ্বালা নামক স্থানে নিষিদ্ধ আটনসহ দুইটি নৌকা এবং পুষ্পকাটি অভয়ারণ্য এলাকার মাহমুদা নদীর বাওন এলাকা থেকে আরো একটি নৌকা ও আটনসহ এক জেলেকে আটক করা হয়।  

আটক জেলের নাম কাশেম ঢালী (৫১)। সে খুলনা জেলার কয়রা উপজেলার ২নং কয়রা গ্রামের রমজান ঢালীর পুত্র।  

বনবিভাগ সুত্রে জানা যায়, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের গভীর অভয়ারণ্য এলাকায় কয়েকজন জেলে মাছ ধরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের সদস্যরা সুন্দরবনের নোটাবেকী অভয়ারণ্য এলাকার আগুনজ্বালা নামক স্থানে অভিযান চালায়। এসময় সেখানে বনবিভাগের উপস্থিতি টের পেয়ে চোরাই শিকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর সেখান থেকে আটনসহ দুইটি নৌকা জব্দ করা হয়। পরে বনবিভাগের সদস্যরা সুন্দরবনের পুষ্পকাটি অভয়ারণ্য এলাকার মাহমুদা নদীর বাওন এলাকায় অভিযান চালায় এসময় সেখান থেকে আরো একটি নৌকা ও আটনসহ উক্ত জেলেকে আটক করা হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক জেলেকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া জব্দকৃত আটনগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।


 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2