• NEWS PORTAL

  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

নারীর চুলের খোপা থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার

সত্যজিৎ দাস ধ্রুব, ভৈরব প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৯, ৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নারীর চুলের খোপা থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে শরীফা বেগম (৫০) নামে এক নারীর মাথার চুলে খোপার ভিতর থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল।  

রবিবার (৭ ডিসেম্বর) বিকালে ঢাকা-সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক চন্দন গোপাল সুর।

আটককৃত মাদককারবারি শরীফা বেগম ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া থানার শিবনগর গ্রামের নুরুল হকের বাড়ির আব্দুল হাসীম উরফে দিলু মিয়ার স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৭ ডিসেম্বর বিকালে ঢাকা সিলেট মহাসড়ক সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে পশ্চিম পাশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় আশুগঞ্জ থেকে ভৈরবে আসা একটি রেগুনা আটক করে তল্লাশি করা হয়। রেগুনার ভেতর যাত্রী বেশে থাকা শরীফা বেগমের কোলে ৩ বছরের এক নাতনী ছিল। চাল চলনে সন্দেহ হলে তাকে আটকের পর তল্লাশি করে তাঁর মাথার চুলে খোপায় মোড়ানো ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এ বিষয়ে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, দিন দিন নারী মাদক কারবারিদের সংখ্যা বেড়েই চলেছে। নারীরা মাদকের চালান দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে বিভিন্ন কৌশল অবলম্বন করে। আমাদের নারী এএসআইয়ের সহায়তায় বিশেষ কৌশলে রাখা বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। শরীফা বেগম একজন মাদককারবারি। তাঁর নামে ভৈরব থানাসহ আশপাশের থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে থানায় সোপর্দ করা হয়েছে। অপর দিকে শরীফা বেগমের সাথে থাকা তাঁর নাতনীকে তাঁর স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2