দুদকের আবেদনে বিএনপি মনোনীত এক প্রার্থীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া এক নেতাকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ওই প্রার্থীর নাম জালাল উদ্দিন। তিনি চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী।
জানা গেছে, বিধিবহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় জালাল উদ্দিন, তার স্ত্রী ও তিন সন্তানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. আবদুল্লাহ আল মামুন সোমবার এ আদেশ দেন।
নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যরা হলেন জালাল উদ্দিনের স্ত্রী শাহানাজ শারমিন, তাদের ছেলে সাইদ মোহাম্মদ রিজভী ও সাইদ মোহাম্মদ আলভী এবং মেয়ে আয়েশা তাসমিয়া তানভী।
দুদকের পক্ষে সহকারী পরিচালক এস এম মামুনুর রশীদ বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।
দুদকের আবেদনে বলা হয়েছে, জালাল উদ্দিনের বিরুদ্ধে বিধিবহির্ভূত অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। এসব অর্থ তিনি নিজের ও স্বার্থ-সংশ্লিষ্টদের নামের ব্যাংক হিসাবে এনে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি বিদেশে অর্থ পাচারের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগও রয়েছে। এসব অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন। এ অবস্থায় বিশ্বস্ত সূত্রে জানা গেছে, জালাল উদ্দিন সপরিবার যেকোনো সময় দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। এ কারণে অভিযোগগুলোর সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন বন্ধ রাখা একান্ত প্রয়োজন।
বিভি/এজেড




মন্তব্য করুন: