• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

এনসিপি নেতাকে হত্যাচেষ্টা মামলা: যে তথ্য দিলেন নারী নেত্রী তন্বী

প্রকাশিত: ১৮:৪৫, ২৩ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
এনসিপি নেতাকে হত্যাচেষ্টা মামলা: যে তথ্য দিলেন নারী নেত্রী তন্বী

খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে। মামলায় যুবশক্তির নেত্রী মোসা. তনিমা ওরফে তন্বীসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী মোতালেব শিকদারের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা।

পুলিশ সোমবার (২২ ডিসেম্বর) রাতে নগরীর টুটপাড়া এলাকা থেকে তন্বীকে আটক করে। পরে রাতে তাকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়। 

সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে তন্বী ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের পরিচয় দিয়েছে। জিজ্ঞাসাবাদের সময় অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

তন্বীর দাবি, তিনি অন্তঃসত্ত্বা। তন্বীর স্বামীর নাম তানভির শেখ।

এজাহারে বাদী রহিমা আক্তার ফাহিমা উল্লেখ করেন, ঘটনার আগে রবিবার রাত সাড়ে ১২টার দিকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে তার স্বামীকে ওই বাসায় ডেকে নেন তন্বী। এর আগেও কয়েকবার মিটিংয়ের কথা বলে তাকে সেখানে নেওয়া হয়েছিল। সোমবার সকালে সেখানে পৌঁছানোর পর ৬ থেকে ৭ জন ব্যক্তি মোতালেব শিকদারকে অস্ত্রের মুখে জিম্মি করে। একপর্যায়ে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়।

এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব শিকদারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। হাসপাতালে তার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে সোমবার দুপুর ১২টার দিকে খুলনার সোনাডাঙ্গা মোল্লাবাড়ি আল-আকসা মসজিদ এলাকায় মোতালেব শিকদারকে গুলি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, একটি গুলি তার মাথার বাম পাশে লেগে বের হয়ে যায়। তাৎক্ষণিকভাবে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2