কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ ঘটনার রহস্য উদঘাটন: গ্রেফতার তিন
কেরানীগঞ্জে হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় তিন নারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে মাদ্রাসার মালিক পলাতক মোহাম্মদ আল আমিনের স্ত্রী আছিয়া খাতুন, আছিয়ার বড় ভাইয়ের স্ত্রী ইয়াসমিন আক্তার ও আসমানী খাতুন।
শনিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সাইফুল ইসলামের অফিস কক্ষে এক প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।
প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, হাসনাবাদ হাউজিং এলাকায় উম্মুল কুরা ইন্টারন্যাশনাল নামে একটি মাদ্রাসায় শুক্রবার দুপুরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মাদ্রাসার দুইটি রুম সহ চারটি রুম ও ছাদের অংশ ধসে যায়। এই ঘটনায় দুই শিশুসহ আহত হয় চারজন। ঘটনাস্থল থেকে পুলিশ বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্যাদি, চারটি ককটেল সাদৃশ্য বস্তু, একটি ল্যাপটপ, দুইটি মনিটর ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে কোন জঙ্গি তৎপরতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মাদ্রাসার মালিক মো. আল-আমিন পলাতক রয়েছে।
তিনি বলেন, আলামিন ও আসমানির নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আল আমিনসহ তাদেও সবার বাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাট থানা এলাকায়। জানা যায় প্রায় তিন বছর পূর্বে হাসনাবাদ হাউজিংয়ে একটি বিল্ডিংয়ের নিচ তলা ভাড়া নিয়ে আলামিন দুই রুমে মাদ্রাসা পরিচালনা করতো আর বাকি দুই রুমে স্ত্রী সন্তনদের নিয়ে থাকতেন।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ক্রাইম দক্ষিণ তরিকুল ইসলাম, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল মোঃ জাহাঙ্গীর আলম ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম প্রমূখ।
বিভি/এজেড




মন্তব্য করুন: