ছাত্রদলকর্মী জাহিদুল হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার
নরসিংদীতে ছাত্রদলকর্মী জাহিদুল ইসলাম হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার মো: আরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল বিকালে কুষ্টিয়া সদরের বটতৈল ভাদালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
এর আগে গত ২৯শে ডিসেম্বর নরসিংদীর মাধবদী থানাধীন নওপাড়া এলাকায় জাহিদুল ইসলামকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পর থেকেই পলাতক ছিল মামলার এজাহারভুক্ত ১ ও ২ নম্বর আসামি রাজন ও জারা। তারা উভয়ে স্বামী, স্ত্রী।
র্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার মো: আরিফুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে কুষ্টিয়া সদর এলাকায় যৌথ অভিযান চালায় র্যাব-১১ ও র্যাব-১২। অভিযানে গ্রেপ্তার করা হয় মূল পরিকল্পনাকারী রাজন ও তার সহযোগী জারাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের নরসিংদীর মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে র্যাব।
নিহত ছাত্রদলকর্মীর নাম জাহিদুল ইসলাম (২৫)। তিনি পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুরের মোশাররফ হোসেন ভূঁইয়ার ছেলে। ওই ইউনিয়ন ছাত্রদলের কর্মী জাহিদুল সেকেরচর হাটে ব্যবসা করতেন।
বিভি/এজেড



মন্তব্য করুন: