বিএনপি নেতাদের কুপিয়ে জখমের ঘটনায় পৌর জামায়াতের আমির গ্রেফতার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার পাথরঘাটা উপজেলায় রাজনৈতিক সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় জামায়াতে ইসলামীর পাথরঘাটা পৌর জামায়াতের আমির বজলুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী সড়কে অবস্থিত নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন।
পুলিশ জানায়, বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে বজলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পাথরঘাটার বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিএনপি, জামায়াত ও তাদের অঙ্গসংগঠনের অন্তত ১১ জন নেতাকর্মীকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা-২ আসনে নির্বাচনকে সামনে রেখে পাথরঘাটায় জামায়াত ও বিএনপি সমর্থিত নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তার ও প্রভাব ধরে রাখাকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এসব সংঘর্ষে ধারালো অস্ত্র ব্যবহার, কুপিয়ে জখম এবং পাল্টাপাল্টি হামলার অভিযোগে উভয় পক্ষের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। সর্বশেষ হামলার পর এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন বলেন, গ্রেফতার অভিযান দলীয় বিবেচনায় নয়, মামলার এজাহারভুক্ত আসামিদের ধরতেই পরিচালিত হচ্ছে। কাউকে আইনের ঊর্ধ্বে রাখা হচ্ছে না।
বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।
রাজনৈতিক সহিংসতায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা দ্রুত স্থায়ী শান্তি ও নিরপেক্ষ আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।
বিভি/এজেড



মন্তব্য করুন: