• NEWS PORTAL

  • রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬

৬ কোটির আইস, অস্ত্র ও গোলাবারুদসহ দুইজন আটক

প্রকাশিত: ১৬:২১, ২৪ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
৬ কোটির আইস, অস্ত্র ও গোলাবারুদসহ দুইজন আটক

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, অস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ জানুয়ারি) ভোর রাতে নৌবাহিনী জানতে পারে, মাদক কারবারি জুনায়েদ ওরফে মুন্না এবং তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহ টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় নিজ বাড়িতে মাদক ও অস্ত্রসহ অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর একটি বিশেষায়িত অভিযানিক দল ওই বাড়িতে অভিযান চালিয়ে জুনায়েদ ওরফে মুন্না ও তার সহযোগী হামিদুল্লাহকে আটক করে।

এ সময় আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের বাড়ি এবং একই এলাকার মো. ইউনুসের বাড়িতে তল্লাশি চালিয়ে ১ হাজার ২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১২৬ পিস ইয়াবা, একটি একনলা বন্দুক, দুটি ওয়াকিটকি, আটটি দেশীয় অস্ত্র এবং ৪৭ রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়।

নৌবাহিনী জানায়, উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও গোলাবারুদ রোহিঙ্গাদের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে বাড়িতে মজুদ করে রাখা হয়েছিল। অভিযান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক ও অস্ত্রসহ আটককৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: