• NEWS PORTAL

  • শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

সুন্দরবনে ‘ডন বাহিনী’ পরিচয়ে ১৮ জেলে অপহরণের অভিযোগ, এলাকায় আতঙ্ক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২১:২১, ২৩ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সুন্দরবনে ‘ডন বাহিনী’ পরিচয়ে ১৮ জেলে অপহরণের অভিযোগ, এলাকায় আতঙ্ক

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন নদী ও খালে মাছ ধরার সময় ‘ডন বাহিনী’ পরিচয়ে সশস্ত্র বনদস্যুরা অন্তত ১৮ জন জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় সুন্দরবন নির্ভর জেলেদের মাঝে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

ফিরে আসা অপহৃত জেলেদের সহযোগীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সুন্দরবনের মামুন্দো ও মালঞ্চ নদীর খালে তারা মাছ ধরার সময় দস্যুরা প্রতিটি নৌকা থেকে একজন করে জেলেকে তুলে নেয়। অপহৃতদের অধিকাংশই শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর, কদমতলা, মথুরাপুর, মৌখালী ও ছোট ভেটখালী এলাকার।

জেলেদের দাবি, দস্যু দলের মধ্যে ২০১৮ সালে আত্মসমর্পণকৃত শ্যামনগরের শাহাজান ও শফিকুল ইসলাম (ওরফে বেটে শফিকুল)কে তারা চিনতে পেরেছেন। উভয়েই ‘ডন বাহিনী’ প্রধানের সহযোগী হিসেবে কাজ করছে।

মামুন্দো নদীর মাইটেভাঙা খাল থেকে তিনজন, মালঞ্চ নদীর মাইশারকোল ও উলোবাড়ি খাল থেকে চারজন, মামুন্দো নদীর রাজাখালী খাল থেকে তিনজন এবং কলাগাছি এলাকা থেকে তিনজনসহ পরবর্তীতে আরও আটজন জেলেকে দস্যুরা অপহরণ করে। নিরাপত্তার কারণে অপহৃতদের নাম প্রকাশ করা যাচ্ছে না বলে ফিরে আসা জেলেরা বলেন।

জেলেরা জানান, বন বিভাগের নিয়ম মেনে মাছ ধরলেও দস্যুদের হাত থেকে তারা রেহাই পাচ্ছেন না। নিরাপত্তাহীনতায় অনেক জেলে মাছ ধরা বন্ধ করে ফিরে আসতে শুরু করেছেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) ফজলুল হক জানান, শুক্রবার  বিষয়টি জানতে পেরে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে। জেলে জিম্মি হওয়ার ঘটনাটি কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকেও অবহিত করা হয়েছে বলে তিনি আরো জানান।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত