• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

জানাজায় মানুষের ঢল

৩৭ লাখ টাকা আত্মসাতের উদ্দেশেই কি কৃষিবিদ শহীদুল হ’ত্যা ?

কুয়াকাটা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৩, ২৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:০০, ২৫ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
৩৭ লাখ টাকা আত্মসাতের উদ্দেশেই কি কৃষিবিদ শহীদুল হ’ত্যা ?

নিহত বিশিষ্ট কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম

চাকরি থেকে আগাম অবসরের ৩৭ লাখ টাকা আত্মসাতের উদ্দেশেই কী কৃষিবিদ শহীদুল ইসলামকে হ'ত্যা করাহয়েছে বলে সন্দেহ করেন তার পিতা মতিউর রহমান। এই অর্থ আত্মসাৎ চেষ্টার সঙ্গে ব্যাংককর্মকর্তারা জড়িত থাকতে পারেন বলেও জানান তিনি। 

 

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি বেলা ১১টার দিকে ঢাকার গুলশান এলাকায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটি শাখায় পে-অর্ডার জমা দিতে গিয়ে শহীদুল ইসলাম নিখোঁজ হন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ওইদিনই তার শ্বশুর আবু সালেহ উদ্দিন আহম্মেদ গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের তিন দিন পর মাদারীপুরের শিবচর উপজেলায় তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সূর্যনগর বাজার এলাকার হাইওয়ে এক্সপ্রেসওয়ের একটি আন্ডারপাসের নিচে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

নিহত কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম আন্তর্জাতিক গম ও ভূট্টা গবেষণা কেন্দ্র (সিআইএমএমওয়াইটি)-এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালী জেলার মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।


নিহতের শ্বশুর আবু সালেহ উদ্দিন আহম্মেদ বলেন, “তিন দিন ধরে নিখোঁজ থাকার পাশাপাশি মোবাইল ফোন বন্ধ থাকায় আমরা জিডি করি। এখন হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের খবরে পরিবার দিশেহারা হয়ে পড়েছে। যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

নিহত বিশিষ্ট কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলামের জানাজা
এদিকে, রহস্যজনকভাবে নিহত বিশিষ্ট কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলামের জানাজায় মানুষের ঢল নেমে আসে। পটুয়াখালী জেলার মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মরহুম শহীদুল ইসলাম সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। এতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

মরহুম শহীদুল ইসলাম দীর্ঘদিন ধরে কৃষি উন্নয়নে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে আসছিলেন। একজন সৎ, পরিশ্রমী ও মানবিক মানুষ হিসেবে তিনি এলাকাবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও পুরো এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা ও দাফন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান স্থানীয়রা। একই সঙ্গে তার আত্মার শান্তি ও মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়।

মন্তব্য করুন: