• NEWS PORTAL

  • শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ পাচারকারী আটক 

প্রকাশিত: ১৬:১৪, ৩০ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ পাচারকারী আটক 

কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।  

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ থানাধীন নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক দুইটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবা ও নগদ ২৮ হাজার টাকাসহ ১০ মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: