গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান, বিভিন্ন অস্ত্র ও মাদকসহ ২ সন্ত্রাসী আটক
সহিংসতা ও নাশকতামূলক কার্যকলাপের সাথে জড়িতদের বিরুদ্ধে যৌথ বাহিনীর তল্লাশি অভিযানের লৌহজং উপজেলার মেদেনীমন্ডল ইউনিয়নের যশলদিয়া থেকে পিস্তল ও মাদকদ্রব্যসহ ২ জনকে আটক করেছে। আটককৃতরা হলো শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নুরুল আমিন বুলেট (৩৭) এবং সুকুমার হাওলাদার (৩৮)।
তাদেরকে ১ টি ৭.৬৫ মি.মি. টিটি-৩৩ অবৈধ পিস্তল, ১ টি ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তল এ্যামোনিশন, ৫ কেজি গাঁজা, ৫০ গ্রাম হিরোইন, ৫০ গ্রাম আফিম, ১৪ পিস ফেনসিডিল, ৮ টি মোবাইল, ২ টি দেশীয় ধারালো অস্ত্র এবং মাদক বিক্রয়ের নগদ ১৪,০০০ টাকা উদ্ধারসহ কান্দিপাড়া, যশলদিয়া থেকে আটক করা হয়।
দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপরাধমূলক কার্যক্রম রোধ ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে সেনাবাহিনী বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায়, সদর দপ্তর বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে লৌহজং আর্মি ক্যাম্প শনিবার ৩১ ভোর ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ জন শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী নুরুল আমিন বুলেট (৩৭) এবং সুকুমার হাওলাদার (৩৮) কান্দিপাড়া, যশলদিয়া, লৌহজং, মুন্সীগঞ্জকে গ্রেফতার করা হয়।
এসময় ১ টি ৭.৬৫ মি.মি. টিটি-৩৩ অবৈধ পিস্তল, ১ টি ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তল এ্যামোনিশন, ৫ কেজি গাঁজা, ৫০ গ্রাম হিরোইন, ৫০ গ্রাম আফিম, ১৪ পিস ফেনসিডিল, ৮ টি মোবাইল, ২ টি দেশীয় ধারালো অস্ত্র এবং মাদক বিক্রয়ের নগদ ১৪,০০০ টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় লৌহজং উপজেলার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। পরবর্তীতে গ্রেফতারকৃত সদস্য সহ উদ্ধারকৃত সামগ্রী আইনীয় প্রক্রিয়ার জন্য লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিভি/এজেড



মন্তব্য করুন: