• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অভিনেত্রী শিমু হত্যাঃ দায় স্বীকার করেছেন স্বামী

প্রকাশিত: ১৩:১৪, ১৮ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
অভিনেত্রী শিমু হত্যাঃ দায় স্বীকার করেছেন স্বামী

চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে হত্যার দায় স্বীকার করেছেন তাঁর স্বামী সাখাওয়াত আলীম নোবেল। শিমু’র বস্তাবন্দী মৃতদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গতরাতে তাঁকে গ্রেফতার করেছিলো পুলিশ। রাতভর জেরার পর হত্যাকাণ্ডে নিজের দায় স্বীকার করেন নোবেল।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) ঢাকা জেলা পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, এ হত্যাকাণ্ডে কে কে জড়িত ছিলো এবং কেন এই হত্যাকাণ্ড এসব বিষয়েও তথ্য দিয়েছে স্বামী নোবেল। এসব তথ্য আনুষ্ঠানিকভাবে দুপুর দু’টায় জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন।

এর আগে গতকাল সোমবার রাজধানীর কেরানীগঞ্জ থেকে চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) রাখা হয়েছে। 

গত রবিবার (১৬ জানুয়ারি) কলাবাগানের বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি শিমু। 

বিভি/এসএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2