• NEWS PORTAL

  • বুধবার, ৩১ মে ২০২৩

৫ টাকার জন্য মারধরে যাত্রী নিহত, ভ্যানচালক গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৯, ২৪ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
৫ টাকার জন্য মারধরে যাত্রী নিহত, ভ্যানচালক গ্রেফতার

সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মোচড়া গ্রামে দাবীকৃত অতিরিক্ত ৫ টাকা ভ্যান ভাড়া নিয়ে কথাকাটাকাটির জেরে ভ্যানচালকের হাতে মোমরেজুল ইসলাম নামের এক যাত্রী নিহতের ঘটনায় অভিযুক্ত ভ্যানচালক মনিরুজ্জামান মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (২৪ মার্চ) দুপুর আড়াইটায় এক প্রেসব্রিফিং এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান আসাদ।

এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে নীলফামারী জেলার ডোমার থানার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্রামের অভিযুক্ত মিন্টুর খালাতো বোন বিউটি খাতুনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মনিরুজ্জামান মিন্টু (৩৮) মোচড়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র এবং নিহত মোমরেজুল ইসলাম একই এলাকার জহুরুল ইসলামের পুত্র। 

প্রেস ব্রিফিং-এ তিনি জানান, গত ১৯ মার্চ রবিবার রাতে ভ্যানে চড়ে মোমরেজুলসহ চার জন যাত্রী আখড়াখোলা বাজার থেকে মোচড়া মোড়ে আসেন। এ সময় ভ্যান চালক মিন্টু সবার কাছে অতিরিক্ত ৫ টাকা ভ্যান ভাড়া দাবি করে। এ নিয়ে মোমরেজুলের সাথে ভ্যানচালক মিন্টুর কথা কাটাকাটি হয় এবং দুজনে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মিন্টু তাকে উপর্যুপরি মারধর করে। গুরুতর আহত অবস্থায় মোমরেজুলকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হওয়ায় খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ মার্চ রাত সোয়া ১ টার দিকে মোমরেজুল মারা যান। এ ঘটনায় নিহত মোমরেজুল ইসলামের ছেলে নাজমুল হোসেন রাশেদ বাদী হয়ে ঘাতক মিন্টুর নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে এ ঘটনার পর ভ্যানচালক মিন্টু ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপন করে। 

তিনি আরো জানান, মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত মিন্টুকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার থানা পুলিশের একটি চৌকসদল নীলফামারী জেলার ডোমার থানার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্রামের  মিন্টুর খালাতো বোন বিউটি খাতুনের বাসা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিভি/এজে/এজেড

মন্তব্য করুন: