• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

নালিতাবাড়ীতে অস্ত্র চোরাকারবারি গ্রেফতার

শেরপুর প্রতিনিধি 

প্রকাশিত: ২২:০৭, ১৫ এপ্রিল ২০২৩

ফন্ট সাইজ
নালিতাবাড়ীতে অস্ত্র চোরাকারবারি গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে শুক্রবার (১৪ এপ্রিল) রাতে ভারতীয় ছয়টি এয়ার রাইফেলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম মো.মাসুম বিল্লাহ ওরফে বুলবুল (৩০)। সে ঝিনাইগাতী উপজেলার গিলাগাছা গ্রামের ওয়াহাব মিয়ার ছেলে।

শনিবার (১৫ এপ্রিল) বেলা ১২টার দিকে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান (বিপিএম) ।   আজ গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে শেরপুর কারাগারে পাঠানো হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে সংঘবদ্ধ অবৈধ অস্ত্র চোরাকারবারী দল ভারতীয় তৈরি অস্ত্র চোরাচালানের মাধ্যমে উপজেলার সীমান্ত দিয়ে নিয়ে আসার  অপতৎপরতা চালাচ্ছেন।  বিষয়টি জানতে পেরে গতকাল রাত ৮টার দিকে উপ-পরির্দশক (এসআই) আবদুস ছালামের নেতৃত্বে সীমান্তবর্তী পূর্ব সমশ্চূড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি মোটরসাইকেল ও  অটো রিকশা থামানোর জন্য সংকেত দেওয়া হয়। সংকেত না মেনে মোটরসাইকেল চালক কর্তব্যরত পুলিশের উপর দ্রুত গতিতে মোটরসাইকেল উঠিয়ে দিয়ে মোটরসাইকেল রেখে অন্ধকারে পাহাড়ের ভিতর পালিয়ে যান। 

পিছনে আসা অটোরিকশাকে থামানোর জন্য সংকেত দিলে ড্রাইভার চলতি গাড়ি থেকে লাফ দিয়ে পাহাড়ে পালিয়ে যান।  অটোতে থাকা মাসুম বিল্লাহকে পুলিশ গ্রেফতার করে। এসময় অটোতে থাকা ভারতীয় ছয়টি এয়ার রাইফেল উদ্ধার করা হয়। এই ঘটনার জড়িত থাকার অভিযোগে ঝিনাইগাতী উপজেলার বানিয়াপাড়া গ্রামের মোটরসাইকেল চালক সাইদুল ইসলাম (৩২) ও গিলাগাছা গ্রামে অটোরিকমা চালক মো.মনিরুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে ৬টি অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এছাড়া ওই ঘটনায় জড়িত দুই ব্যক্তি পালিয়ে গেছেন। এদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক দুই ব্যক্তিকে গ্রেফতারে পুলিশের অভিযান চালানো হবে।


 

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2