• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পাওনা টাকা চাওয়ায় জীবন দিতে হলো গরু ব্যবসায়ীকে

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৮, ২৩ মে ২০২৩

ফন্ট সাইজ
পাওনা টাকা চাওয়ায় জীবন দিতে হলো গরু ব্যবসায়ীকে

ঢাকার কেরানীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় এক গরু ব্যবসায়ীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত গরু ব্যবসায়ীর নাম মোঃ  আহসানউল্লাহ (৫০)।

আজ মঙ্গলবার (২৩ মে) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর কাঁচা বাজারে এই নির্মম ঘটনাটি ঘটেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৯ টার দিকে চর খাসকান্দী গ্রামের মৃত হাসান আলীর ছেলে আহসান উল্লাহ(৫০) গরু বিক্রির পাওনা টাকা আনতে যায় আব্দুল্লাহপুর বাজারের ভূট্টো (৬০) নামে এক কসাইয়ের মাংসের দোকানে। পাওনাদার কে দেখে ক্ষেপে যান ভূট্টো। কথা কাটাকাটির একপর্যায়ে ভূট্টো গরু ব্যবসায়ী আহসান উল্লাহকে কিল-ঘুষি মারতে শুরু করে। 

এ সময় আত্মরক্ষার জন্য ভুক্তভোগী আহসান উল্লাহ কসাই ভুট্টোকে পাল্টা কুষি দিলে তার স্বজন হোসেন (৬০), রবি ৩৬), ছাত্তার(২৩), শফিক(৩৮), আয়ুব আলী(৫০), কালু (৩৮)সহ তার কর্মচারীরা তাকে (আহসান উল্লাহকে) বেধড়ক মারধর শুরু করে। এতে গরু ব্যবসায়ী আহসান উল্লাহ মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান জানান, থানার আব্দুল্লাহপুর বাজারে এক পাওনাদারকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, ঘটনার প্রেক্ষিতে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

বিভি/এজি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2