• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পোশাক কারখানার নিরাপত্তায় বিজিবি মোতায়েন

প্রকাশিত: ১২:৪৬, ২ নভেম্বর ২০২৩

আপডেট: ১২:৪৮, ২ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
পোশাক কারখানার নিরাপত্তায় বিজিবি মোতায়েন

রাজধানী ঢাকাসহ আশপাশের কিছু এলাকায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে টহল শুরু করেছেন বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে পাঠানো বার্তায় জানানো হয়, পোশাক কারখানার নিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওসব এলাকায় বিজিবি মোতায়েন থাকবে।

বিজিএমইএ’র পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বাংলাভিশনকে জানান, বহির্রাগতদের আক্রমনের হাত থেকে দেশের পোশাক শিল্পকে রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন। আমরা মনে করি আমাদের কোনো শ্রমিক ভাই-বোনরা এই ধরনের হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত নয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায় গার্মেন্টসের নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। আশুলিয়া, সাভার, মিরপুর, রামপুরা, আব্দুল্লাহপুর, টঙ্গি ও গাজীপুর-কোনাবাড়ী এলাকার গার্মেন্টসগুলোর নিরাপত্তা জোরদারে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। 
 

বিভি/এইচএস

মন্তব্য করুন: