গাড়িতে যারা আগুন দেয় তারা ধর্মান্ধ জঙ্গি: কৃষিমন্ত্রী
‘গাড়িতে যারা আগুন দেয় তারা ধর্মান্ধ, জঙ্গি। দেশের উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিকতা রক্ষা করা দরকার’ বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
রবিবার (১৯ নভেম্বর) এফবিসিসিআই আয়োজিত আন্তঃসীমান্ত বাণিজ্য বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) এবং বাংলাদেশ ট্রেড ফেসিলিটেশন (বিটিএফ) এ সেমিনারের আয়োজন করে।
কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, কৃষি সব সময় আমাদের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। আমাদের জিডিপির ৬০ শতাংশ আসে কৃষি থেকে। বর্তমানে দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ কৃষি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। সরকার স্বনির্ভর হওয়ার চেষ্টা করে। এজন্য কৃষিকে অগ্রাধিকার দেয়া হয়। এজন্য আমরা আধুনিক কৃষ্টি ব্যবস্থাপনা দিকে মনোযোগ দিয়েছে।
কৃষিমন্ত্রী বলেন, ভারত,চীনে রাশিয়ার চাইতেও আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি যেকারণে কৃষি জমির পরিমান কমছে। আধুনিক কৃষি ব্যবস্থাপনা জন্য আমরা পূর্বাচলে ২ একর জায়গায় ৭ হাজার কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক কৃষি ল্যাব তৈরির কাজ করছি। ইতোমধ্যে প্রকল্পের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া দেশে উৎপাদিত কৃষ্টি পণ্য যাতে দ্রুত রপ্তানি করা যায় সেজন্য কয়েকটি পণ্যবাহী কার্গো ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
কৃষি মন্ত্রী আরও বলেন, আগামীতে দেশের মানুষের মাথাপিছু আয় হবে ৬ হাজার ডলার। এ লক্ষ্যে সরকার কাজ করছে। উন্নয়নের গতি অব্যাহত রাখাতে সরকারের ধারাবাহিকতা রক্ষা করা দরকার বলেও জানান কৃষিমন্ত্রী। সুষ্ঠু নির্বাচনের দাবিতে যারা গাড়ীতে আগুন দেয় তারা ধর্মান্ধ জঙ্গী।
সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মো. আবু ইউসুফ ও ইউএসডিএ প্রজেক্ট এর সিনিয়র টেকনিক্যাল পরামর্শক এ এ এম আমিনুল এহসান খান।
এ এ এম আমিনুল এহসান খান তার প্রবন্ধে উল্লেখ্য করেন আমদানিকৃত এগ্রো-পণ্যের ক্ষেত্রে ঝুঁকি পরিমাণ প্রায় ৬২ শতাংশ। প্রতি কন্টিনার পণ্য আমদানির করতে খরচ ৫ লাখ ৬৫ হাজার টাকা থেকে ল্যাব পরীক্ষা জন্য লাগে প্রায় আড়াই হাজার টাকা। ৮/৯দিন অতিরিক্ত পোর্ট চার্জ ১ লাখ সহ মোট সাড়ে ৩ লাখা পর্যন্ত খবর পড়ে।
বিভি/এইচএস
মন্তব্য করুন: