• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কমতে শুরু করেছে চালের দাম, বেড়েছে সবজি-মাছের

প্রকাশিত: ১৫:১৭, ৯ মে ২০২৫

ফন্ট সাইজ
কমতে শুরু করেছে চালের দাম, বেড়েছে সবজি-মাছের

ছবি: সংগৃহীত

বাজারে নতুন চালের সবারাহ বাড়ায় কমতে শুরু করেছে চালের দাম। কাটারি, নাজিরশাইল ছাড়া অন্য সব ধরণের চালের দাম কমেছে কেজিতে ১ থেকে ৩ টাকা পর্যন্ত। অন্যান্য মাছের বাজার অপরিবর্তিত থাকলেও কেজিতে ১০০ টাকা বেড়েছে ইলিশ। পেপে, বেগুনসহ সপ্তাহের ব্যবধানে কিছু সবজির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা পর্যন্ত।

বোরোর মৌসুম থাকায় বাজারে নতুন চালের সবারাহ বেড়েছে। তাই কিছুটা কমতে শুরু করেছে এর দাম। সপ্তাহের ব্যবধানে আটাশ জাতের চালের দাম কমেছে কেজিত ২ টাকা। বাজার ভেদে কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৯ টাকা পর্যন্ত। মিনিকেট চাল বিক্রি হচ্ছে কেজি ৬৮ থেকে ৭৫ টাকায়। তবে কাটারি, নাজিরশাইল জাতের চিকন চাল আগের মতই, বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৬ টাকায়।

চালের বাজারে যখন কিছুটা স্বস্তি, তখন বাড়তির দিকে সবজীর দাম। পেপে আর বেগুন  বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। আকার ভেদে লাউ প্রতি পিছ ৫০- ৮০ টাকা। দুন্দুল-ঝিঙা কেজি ৪০-৫০ টাকা, কড়লা ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 

এদিকে,ফার্মের মুরগীর দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। লেয়ার ২৬০ থেকে ২৭০ টাকায়। ইলিশের দাম বেড়েছে কেজিতে একশ টাকা পর্যন্ত, বড় রুই ৭৫০ থেকে ৮০০ ও ছোট রুই ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।  বাড়তে শুরু করেছে সব ধরণের ডিমের দাম।


 

বিভি/এআই

মন্তব্য করুন: