• NEWS PORTAL

  • বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রেমিট্যান্স প্রবাহে সুবাতাস ১৭দিনে এলো ১১৮ কোটি ডলার 

প্রকাশিত: ১৮:৪৬, ১৯ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
রেমিট্যান্স প্রবাহে সুবাতাস ১৭দিনে এলো ১১৮ কোটি ডলার 

চলতি নভেম্বর মাসের ১৭ দিনে প্রবাসী আয়ের পালে সুবাতাস লেগেছে। প্রথম ১৭ দিনেই দেশে এসেছে ১১৮ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে গড়ে দৈনিক পৌঁছেছে ৬ কোটি ৯৯ লাখ ডলার।

রবিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, চলতি নভেম্বরে রেমিট্যান্সের গতি বেড়েছে। প্রথম ১৭ দিনে দেশে ১১৮ কোটি ৭৭ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের মাস অক্টোবরের প্রথম ২০ দিনে যা ছিল ১২৪ কোটি ৯৯ লাখ ডলার। আর গত সেপ্টেম্বরের ২২ দিনে ১০৫ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।

অর্থনীতিবিদরা বলছেন, প্রণোদনের পরিমাণ বাড়ায় গত ২২ অক্টোবর থেকে অধিক হারে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। ইতোমধ্যে প্রতি ডলারে আড়াই শতাংশ প্রণোদনা কার্যকর করেছে সরকার। ফলে এই ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি নিয়ে বিশেষজ্ঞরা আরও বলছেন, প্রণোদনা কার্যকর ছাড়াও বাড়তি আরও আড়াই শতাংশ ইনসেন্টিভ দেয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরই মধ্যে তা বাস্তবায়ন করেছে বাণিজ্যিক ব্যাংকগুলো। ফলে মোট ৫ শতাংশ প্রণোদনা পাচ্ছেন প্রবাসীরা। এতেই মূলত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি নভেম্বরের প্রথম ১৭ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৮৫ লাখ ২০ হাজার ডলার। পাশাপাশি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে পৌঁছেছে ৩ কোটি ৫১ লাখ ৭০ হাজার ডলার। আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০৭ কোটি ৪ লাখ ১০ হাজার ডলার এসেছে। এছাড়া বিদেশি খাতের ব্যাংকের মাধ্যমে পাওয়া গেছে ৩৬ লাখ ডলার।

এর আগে বিদায়ী অক্টোবরে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ডলার। 

বিভি/এইচএস

মন্তব্য করুন: