• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেশের অর্থনীতি চাপে আছে : অর্থমন্ত্রী

প্রকাশিত: ১৫:৫৪, ২২ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৮:৪২, ২২ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
দেশের অর্থনীতি চাপে আছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিদেশি ঋণের সুদ পরিশোধে দেশের অর্থনীতি কিছুটা চাপে আছে। মূল্যস্ফীতি নিয়ে কিছুটা অস্বস্তিতে আছে। তবে দেশের মানুষ তো না খেয়ে মারা যাচ্ছে না।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

এর আগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশের মিশন প্রধান আবদুসাত্তর এসোয়েভ এ সময়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

অর্থমন্ত্রী বলেন, ডিসেম্বর পর্যন্ত রাজস্ব লক্ষ্যমাত্রার ৮৭ দশমিক ৭০ শতাংশ অর্জন হয়েছে। ইইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশিদের চাহিদা কাজে লাগাতে হবে। 

অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে অর্থনীতিতে নানামুখী চাপ আছে, সেসব নিয়েই চলতে হচ্ছে। পরিস্থিতির উন্নয়নে কাজও করা হচ্ছে। ডলার সংকট ছিল কিন্তু তাতে সবকিছু আটকে নেই। এলসিও খোলা হচ্ছে।’

বিভি/এইচএস

মন্তব্য করুন: