• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

 বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিলো বিশ্বব্যাংক

প্রকাশিত: ১৪:৫৯, ২ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
 বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিলো বিশ্বব্যাংক

চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিলো বিশ্বব্যাংক। সংস্থাটির ধারণা, অর্থবছর শেষে বাংলাদেশে সর্বোচ্চ পাঁচ দশমিক ছয় শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। তবে জিডিপি প্রবৃদ্ধি অর্জনে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে থাকা ভারতের পরের স্থানেই থাকবে বাংলাদেশ। পরের বছর প্রবৃদ্ধি কিছুটা বেড়ে ৫ দশমিক সাত শতাংশ হওয়ার ইঙ্গিত বিশ্বব্যাংকের। 

নিত্যপণ্যের দামে এখনও নাভিশ্বাস ভোক্তাদের। উচ্চ মূল্যস্ফীতির এ চ্যালেঞ্জ বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ মনে করে বিশ্বব্যাংক। রাশ টানতে সংকোচনমূলক মুদ্রানীতি ইতিবাচক হলেও ব্যাংক ও আর্থিক খাতের সংস্কারের অভাবে কতটা সুফল মিলবে তা নিয়ে সন্দিহান সংস্থাটি। 

সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশের অর্থনীতি কোনদিকে যাবে তার একটা ধারণা দিলো বিশ্বব্যাংক। জানালো এবারও দেশের জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশ ছাড়াবে না। 

বাংলাদেশের অর্থনীতিতে এখন কোনো সংকট নেই, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এমন বক্তব্যকে 'অর্ধেক ভরা গ্লাসের' সাথে তুলনা করেন আবদৌলায়ে সেক। 

এর আগে, অনলাইনে শ্রীলঙ্কায় প্রকাশিত দক্ষিণ এশিয়ার দেশগুলোর অগ্রগতি প্রতিবেদনে বিশ্বব্যাংক জানায়, এবার সর্বোচ্চ সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে ভারত। এরপর দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ দশমিক ছয় শতাংশ প্রবৃদ্ধি হবে বাংলাদেশে। বাকি দেশগুলোর জিডিপি থাকবে ৫ শতাংশের আশেপাশেই। 

বিভি/টিটি

মন্তব্য করুন: