• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দাম বাড়িয়ে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ 

প্রকাশিত: ১৮:৫৮, ১৬ এপ্রিল ২০২৪

আপডেট: ১৯:২৬, ১৬ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
দাম বাড়িয়ে সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ 

ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়িয়ে ১৭৩ টাকা নির্ধারণ করেছেন মিল মালিকরা। একই সাথে পাম ওয়েলের দামও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। তবে দাম বাড়লেও আগের দামে ফেরার সুযোগ নাই বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।  

ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আমদানি মূল্য পর্যালোচনা করে সরকার একটি দাম বেঁধে দেবে বলে জানান তিনি।

আরও পড়ুন: একদিনের ব্যবধানে ফের বাড়লো স্বর্ণের দাম, পর পর রেকর্ড ভঙ্গ

জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধে কারণে তেলের দাম বাড়লে তার প্রভাবও পড়বে। এতে অন্যান্য জিনিসপত্রের দামও বাড়তে পারে বলে আশঙ্কা তার। বলেন, বর্তমান সরকার ভোক্তা বান্ধব, জনগণ বান্ধব, ব্যবসায়ী বান্ধব নয়। 

তবে ব্যবাসায়ীরা ব্যবসা যাতে সহজভাবে করতে পারে সরকার সে ব্যবস্থা করবে। সারাবছর টিসিবি পণ্যের যাতে নিরবচ্ছিন্ন সরবরাহ থাকে সেজন্য তার মন্ত্রণালয় বাফার স্টকের ব্যবস্থা করতে প্রয়োজনীয় গুদাম তৈরি করছে বলে জানান তিনি। বলেন, দুই এক মাসের মধ্যে ন্যায্যমূল্যে পণ্য দিতে স্থায়ী দোকান খুলবে টিসিবি। শিগগিরই টিসিবি গ্রাহকদের তালিক আপডেট করার কথাও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2