• NEWS PORTAL

  • সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

৪ ব্যাংক থেকে ৬ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ২০:৫১, ২১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
৪ ব্যাংক থেকে ৬ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

নিলাম প্রক্রিয়ার মাধ্যমে চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ৬ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (২১ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডলার কেনার ক্ষেত্রে প্রতি ডলারের বিনিময় হার ও কাট–অফ মূল্য উভয়ই নির্ধারণ করা হয়েছিল ১২২ টাকা ৩০ পয়সা।

এই সর্বশেষ ক্রয়ের ফলে চলতি ডিসেম্বর মাসে বাংলাদেশ ব্যাংকের ডলার কেনার পরিমাণ দাঁড়াল ৮০ কোটি ৫৫ লাখ মার্কিন ডলারে।

এর আগে ২০২৫–২৬ অর্থবছরে একাধিক দফায় নিলামের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থবছর শুরু থেকে এখন পর্যন্ত মোট ২ দশমিক ৯৩ বিলিয়ন বা ২৯৩ কোটি ১৫ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2