• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতের তাগিদ এডিবির

প্রকাশিত: ২১:১৬, ২৯ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতের তাগিদ এডিবির

উচ্চ প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক শৃঙ্খলার স্বার্থে বাংলাদেশে সবার আগে ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতের তাগিদ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে কর ব্যবস্থায় সংস্কারের পাশাপাশি সরকারি কেনাকাটায় স্বচ্ছতার পরামর্শ দিয়েছেন সংস্থাটির ঢাকায় নিযুক্ত আবাসিক পরিচালক এডিমন গিনটিং। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সরকারকে কার্যকর পদক্ষেপের পরামর্শ তার। 

সোমবার (২৯ এপ্রিল) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স-এমসিসিআই'র ত্রৈমাসিক ভোজসভায় অংশ নেন বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। এসময় এমসিসিআই সভাপতি কামরান টি রহমান দেশের উন্নয়ন-অগ্রগতিতে এডিবির ভূমিকা তুলে ধরেন।

ভোজসভার প্রধান অতিথি এডিমন গিন্টিং চীন-ভিয়েতনামসহ বিভিন্ন দেশের উদাহরণ টেনে বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ এখনও কম। বৈশ্বিক চাপে থাকা এদেশের অর্থনীতি গতিশীল করতে আর্থিক খাতের শৃঙ্খলা ফেরানোসহ নানামুখী সংস্কারের তাগিদ দেন তিনি। 

উচ্চ মূল্যস্ফীতিতে উদ্বেগ জানিয়ে মুদ্রানীতির যথাযথ বাস্তবায়নের তাগিদ দেন এডিমন। দ্রুত বাড়তে থাকা বাংলাদেশের অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষসহ অন্য সংস্থাগুলোর সমন্বিত পদক্ষেপের পরামর্শ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2