• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জ্বালানি খাতের পরিকল্পনায় সরকারের কৌশলগত ভুল রয়েছে: জ্বালানি বিশেষজ্ঞ

প্রকাশিত: ১৪:১৪, ২ মে ২০২৪

আপডেট: ১৪:১৫, ২ মে ২০২৪

ফন্ট সাইজ
জ্বালানি খাতের পরিকল্পনায় সরকারের কৌশলগত ভুল রয়েছে: জ্বালানি বিশেষজ্ঞ

অপচয়, দুর্নীতি বন্ধ না করে দাম বৃদ্ধি করে জ্বালানি খাতের ভর্তুকি তুলে নেয়া যুক্তিসংগত নয়। এতে সুবিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাবের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার না বাড়িয়ে আমদানি নির্ভর জ্বালানির ওপর নির্ভর করছে সরকার। ভর্তুকি তুলে নেয়া একমাত্র সমাধান নয়। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বৃহস্পতিবার (২ মে) সকালে "অসাধু বিদ্যুৎ ও জ্বালানি ব্যবসা সুরক্ষায় মূল্যবৃদ্ধি নয়, জ্বালানি সুবিচার চাই"- শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব। অনুষ্ঠানে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, জ্বালানি খাতের পরিকল্পনায় সরকারের কৌশলগত ভুল রয়েছে। জ্বালানি খাতের জন্য চুরি, দুর্নীতি, অপচয়ের দায় জনগণ কেন নেবে? 

বক্তারা বলেন, দুর্নীতি করে যে ব্যয় বেড়েছে, তার সমাধানের জন্য জ্বালানি খাতের দাম বৃদ্ধি করছে সরকার।

প্রতিযোগিতাহীন বাজার তৈরি করে জ্বালানি খাতে লুণ্ঠন করা হয়েছে বলেও মন্তব্য করেন বিশেষজ্ঞরা। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2