• NEWS PORTAL

  • শনিবার, ১৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চামড়াশিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির

প্রকাশিত: ১৬:৫৯, ৪ মে ২০২৪

আপডেট: ১৭:০০, ৪ মে ২০২৪

ফন্ট সাইজ
চামড়াশিল্প শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির

নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে চামড়াশিল্প শ্রমিকদের জন্য ২২ হাজার ৭৭৬ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি। গবেষণা সংস্থাটি বলছে, পোশাকখাতের চেয়ে চামড়াশিল্প শ্রমিকদের কাজ বেশি ঝুঁকিপূর্ণ ও কিছুটা বিশেষ ধরনের। তাই শিল্পের স্বার্থে শ্রমিকদের ধরে রাখতে হবে।   

শনিবার (৪ মে) ট্যানারি শিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে রাজধানীতে সিপিডি কার্যালয়ে আলোচনা ও ব্রিফিংয়ের আয়োজন করা হয়। 

সিপিডি বলছে, চামড়াখাতে কমপ্লায়েন্স ইস্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি নিশ্চিত করা না গেলে মালিকরা বায়ারদের কাছ থেকে ন্যায্যমূল্য পাবেন না। আলোচকরা অভিযোগ করেন, চামড়াশিল্পের বর্তমান দুর্দশার জন্য সরকারের গাফিলতি রয়েছে। সরকারের ভুলনীতির কারণে চামড়া শিল্প ধুকছে। 

এ সময় ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, ২০১৭ সালের পর থেকে চামড়াখাত পেছনের দিকে গেছে। রফতানি কমেছে ধারাবাহিকভাবে। এ অবস্থায় শ্রমিকদের মুজরি যৌক্তিকভাবে বাড়ানো সম্ভব নয়।   

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2