• NEWS PORTAL

  • রবিবার, ১৬ জুন ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মোংলা বন্দরে আমদানি-রফতানি বাণিজ্যের সব সূচকই ঊর্ধ্বমুখী

জসিম উদ্দিন,মোং লা

প্রকাশিত: ১৩:২০, ২৩ মে ২০২৪

ফন্ট সাইজ
মোংলা বন্দরে আমদানি-রফতানি বাণিজ্যের সব সূচকই ঊর্ধ্বমুখী

বিশ্ব অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতিতে সকল সম্ভাবনা কাজে লাগিয়ে এগিয়ে চলছে মোংলা সমুদ্র বন্দর। জাহাজ আগমন, কার্গো হ্যান্ডলিং, রাজস্ব আয় সব সূচকই ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে এই সমুদ্র বন্দর।

বন্দর কর্তৃপক্ষের তথ্য মতে, ২০২৩-২০২৪ অর্থবছরের গেল এপ্রিল মাসে মোংলা বন্দরে জাহাজ এসেছে ৬৩ টি। এর আগে গেল ২০২২-২০২৩ অর্থ বছরের এপ্রিল মাসে  জাহাজ ভিড়ে ছিলো ৫২টি। একই সাথে চলতি অর্থ বছরের এপ্রিল মাসে কার্গো হ্যান্ডলিং করা হয়েছে ৬.৩৭ লক্ষ মেট্রিক টন। অন্যদিকে গত অর্থ বছরের এপ্রিল মাসে ৪.৬৭ লক্ষ মেট্রিক টন কার্গো হ্যান্ডেল করা হয়েছিল। অর্থাৎ এ বছরের এপ্রিল মাসে ১.৭০ লক্ষ মেট্রিক টন কার্গো বেশি হ্যান্ডেল করা হয়েছে।

এছাড়া গেল মাসে কনটেইনার হ্যান্ডলিং করা হয় ২১৮৯ টিইইউজ। অন্যদিকে আগের অর্থ বছরে এপ্রিল মাসে কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছিলো ১৮২২ টিইইউজ। সব মিলিয়ে চলতি অর্থ বছরের এপ্রিল মাসে মোংলা বন্দর রাজস্ব আদায় করেছে ২৪ কোটি ১৪ লক্ষ ৫৩ হাজার টাকা।

অন্যদিকে গত অর্থ বছরের এপ্রিল মাসে ২০ কোটি ১২ লক্ষ ৬১ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছিল। অর্থাৎ এ বছরের এপ্রিল মাসে ৪ কোটি ১ লক্ষ ৯২ হাজার টাকা রাজস্ব বেশি আদায় হয়। গেল এপ্রিল মাসে মোংলা বন্দরে কনটেইনার জাহাজ ভিড়েছে  মোট ৮ টি। যা মোংলা বন্দরের ইতিহাসে এক মাসে এতগুলো কনটেইনার জাহাজ ভেড়ার এক অনন্য রেকর্ড।

এছাড়া চলতি অর্থ বছরের গেল দশ মাসে মোংলা বন্দরে জাহাজ ভিড়ে মোট ৭২৬ টি। অন্যদিকে ২০২২-২০২৩ অর্থবছরের এপ্রিল পর্যন্ত ৭০৮ টি জাহাজ এসেছিল।  অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত মোট ১৮ টি জাহাজ বেশি এসেছে। চলতি অর্থ বছরের সবকটি সূচকে এখন পর্যন্ত সন্তোষজনক বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ পরিচালক মো. মাকরুজামান মুন্সি জানান, যুদ্ধসহ নানা কারণে সারা বিশ্বে এখন অর্থনৈতিক মন্দা যাচ্ছে। এরই মধ্যে সকল সম্ভবনা কাজে লাগিয়ে মোংলা বন্দর এখনও সব সূচকে ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে। সকল প্রতিকূল পরিস্থিতিতে ও মোংলা বন্দর আমদানি রফতানি বাণিজ্যে আরো ভূমিকা রাখতে সক্ষম হবে  বলে আমরা প্রত্যাশা করি। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2