বাজেটে মূল্যস্ফীতি কমানোর কথা বাস্তবে অসম্ভব: সানেম

বাজেটে সাড়ে ছয় শতাংশ মূল্যস্ফীতি নামিয়ে আনার কথা বলা হলেও বাস্তবে সেটি অসম্ভব বলে মনে করে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং-সানেম।
শনিবার (৮ জুন) দুপুরে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত বাজেট পর্যালোচনা নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন গবেষণা সংস্থাটির নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান।
তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতির বাস্তবতায় যেখানে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো দরকার ছিলো, সেখানে এবারের প্রস্তাবিত বাজেটে এ খাতে প্রকৃত বরাদ্দ কম।
তিনি বলেন, কালো টাকা বিনা প্রশ্নে সাদা করার নীতি দুর্নীতিকে আরও উসকে দিবে। দুর্নীতি নিয়ন্ত্রণে প্রয়োজনে সংসদীয় কমিটি করার পরামর্শ দেন তিনি।
এ সময় সানেমের গবেষণা পরিচালক সায়মা হক বিদিশা এবারের বাজেটকে গৎ বাঁধা বাজেট উল্লেখ করে বলেন, কর্মসংস্থান বাড়াতে ও বৈদেশিক বিনিয়োগ বাড়াতে সুনির্দিষ্ট কোনো কথা নেই বাজেটে।
বিভি/টিটি
মন্তব্য করুন: