• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বৃষ্টি ও বন্যার অজুহাতে ঊর্ধ্বমুখী বাজার

প্রকাশিত: ০০:৪৬, ৬ জুলাই ২০২৪

আপডেট: ০০:৪৮, ৬ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
বৃষ্টি ও বন্যার অজুহাতে ঊর্ধ্বমুখী বাজার

ছবি: ফাইল ফটো

থামছেইনা পেয়াজের ঝাঁজ। কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১০ টাকায়। অস্বাভাবিকভাবে বেড়েছে আলু, বেগুনসহ বেশিরভাগ সবজির দাম। দাম বাড়ার পেছনে বৃষ্টি ও বন্যার অজুহাত বিক্রেতাদের। কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে সবধরনের মাছের দাম। নতুন করে বাড়েনি মুরগির দাম। 

কোনভাবেই ঠেকানো যাচ্ছেনা রান্নার নিত্য অনুসঙ্গ পেঁয়াজের দামের উর্ধ্বগতি। গত সপ্তাহের তুলনায় ২০ টাকা বেড়ে সেঞ্চুরি পার করে দাম ঠেকেছে ১১০ টাকায়। আলুর দামও বেড়েছে অস্বাভাবিকভাবে। এতে দিশেহারা ক্রেতারা। 

সবজির দামও কেজিতে ৬০ থেকে ১০০ টাকায় ওঠানামা করছে। গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০-২৫ টাকা বেড়েছে বেগুন, পটল, চিচিঙ্গাসহ বেশিরভাগ সবজির দাম। বৃষ্টির প্রভাবে আমদানি কমের অজুহাত বিক্রেতাদের। 

স্বস্তি নেই মাছের বাজারে। খাল বিলের মাছের পাশাপাশি দাম বেড়েছে চাষের মাছেরও। ২০ থেকে ৫০ টাকা করে বাড়তি দাম নেয়ার অভিযোগ ক্রেতাদের। 

২০ টাকা কমে সোনালি ৩৩০ টাকা এবং ১০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজিতে। তবে ৫০ টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2